
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দল ছেড়ে না যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কেউ দল ছেড়ে যেওনা, কেউ নিরুৎসাহিত হওনা। সবাই এমপি হতে পারেনা, সবাইকে দলে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারন, সুদিন আমাদের আসবেই। ভালো থেকো, সবাই। আজ বৃহস্পতিবার বনানী অফিসে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় মোবাইল ফোনে নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি এখন কঠিন সময় পার করছে, আমরা ভেঙে পরি নাই। আগামীতে হয়তো আরো কঠিন সময় পার করতে হবে। সেজন্য জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠানে পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য নূর-ই হাসনা লিলি চৌধুরী, সুনীল শুভ রায় ও এস এম ফয়সল চিশতী, উপদেষ্টা- এড. রেজাউল ইসলাম ভূঁঞা, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ বক্তব্য রাখেন।
এবিএন/এফএম