
নিজের ও দলের কর্মকাণ্ড সম্পর্কে জানতে বিবেককে জিজ্ঞাসা ও আয়নার দিকে তাকানোর জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘দেশের কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করা এখন বিএনপির স্বভাবে পরিণত হয়েছে’ বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের করা মন্তব্যের জবাবে তিনি এই আহ্বান জানান। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ আহ্বান জানান মির্জা ফখরুল। এই সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সল আমীন প্রমুখ।
ওবায়দুল কাদেরের মন্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ওনারই ভাই (ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা) এ প্রশ্নের উত্তর দিয়েছেন। তার ভাই-ই বলে দিচ্ছেন, ওবায়দুল কাদের সাহেব কী করছেন, আওয়ামী লীগ কী করছে।
ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্য, যাঁরা রাজনীতি করেন, তাঁরা নিজের দিকে তাকান না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবকে অনুরোধ করব, আপনি আয়নার দিকে তাকান, বুকে হাত দেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আপনারা কী করছেন। আপনারা এই জাতির সব আশা-আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে দিচ্ছেন, চুরমার করে দিচ্ছেন।
এবিএনওয়ার্ল্ড/এমআর