
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। স্থানীয় সময় সোমবার সকালে দিল্লির এআইআইএমএস হাসপাতালে এ টিকা নেন তিনি। এ সময়ে তিনি যোগ্য সকলকে টিকা নেয়ারও আহ্বান জানান। নরেন্দ্র মোদি ভারতে স্থানীয়ভাবে উদ্ভাবিত করোনার টিকা ‘কোভ্যাক্সিন’ নিয়েছেন।
টিকা নেয়ার পর এক টুইট বার্তায় তিনি বলেছেন, এআইআইএমএস এ কোভিড ১৯ এর প্রথম ডোজ গ্রহণ করেছি। কোভিড ১৯ এর বিরুদ্ধে বিশ্ব লড়াইকে আরও জোরদার করতে আমাদের ডাক্তার ও বিজ্ঞানীরা যেভাবে দ্রুততার সাথে কাজ করেছে তা উল্লেখযোগ্য। সবাইকে করোনার টিকা নেওয়ারও আহ্বান জানান তিনি।
মোদি বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে ভারতকে করোনামুক্ত করি।’
এক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, মোদি দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসূচির শুরুতেই টিকা নেয়ার সিদ্ধান্ত নেন।
এবিএনওয়ার্ল্ড/এফআর