
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো আজ বুধবার চীনের বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি সিনোভ্যাক বায়োটেকের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। এ ভ্যাকসিন সবার জন্য নিরাপদ তা দেখাতে এটি নেয়া প্রথম ইন্দোনেশীয় হচ্ছেন এ প্রেসিডেন্ট। তিনি জোকোবি নামে বেশি পরিচিত।
এবিএনওয়ার্ল্ড/এফআর