
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁওয়ের বিয়ালীবাজার নামক এলাকায় একটি তেলবাহী ট্রেনের প্রায় ৮টি বগি লাইনচ্যুত হওয়ায় কুলাউড়াসহ সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২ টার দিকে ৮টি বগি লাইনচ্যুত হওয়ায় আশপাশ ওই এলাকায় তেল ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের আতঙ্কে রয়েছেন ওই এলাকার স্থানীয়রা। এখন রেল লাইন মেরামতের কাজ চলছে।
লাইনচ্যুত ট্রেনের অধিকাংশ বগি থেকে তেল পড়ে রেললাইনের আশেপাশে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে এলাকাবাসী হুমড়ি খেয়ে পড়েছে। দুর্ঘটনার পর থেকে তেল সংগ্রহ করার জন্য এলাকাবাসী বোতল, বালতি, মগ, কলসি সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে তেল সংগ্রহ করছে। বগি থেকে পড়ে যাওয়া তেল থেকে আগুন লাগার ঝুঁকির হাত থেকে এলাকাবাসীকে বাঁচতে স্থানীয় প্রশাসন মাইকিং করছে।
এবিএনওয়ার্ল্ড/এফআর