
দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে ছেড়ে আবারও বিয়ে করেছেন সংগীতশিল্পী ইভা রহমান। গতকাল রবিবার ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ইভার স্বামী নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে, পেশায় ব্যবসায়ী।
জানা গেছে, এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে ক্যারিয়ার শুরু করেন ইভা রহমান। সেই সুবাদেই মাহফুজুর রহমানের সাথে সখ্য গড়ে ওঠে। দু’জনের প্রেম গাঢ় হয়। তারা বিয়েও করেন। এরপর থেকে সুখেই সংসার করে আসছিলেন। বিভিন্ন সময় সে সুখের বহিঃপ্রকাশ দেখা গেছে। কিন্তু দীর্ঘ দিনের সেই সংসার ভেঙে গেছে বেশ কিছু দিন আগেই।
বর্তমানে নতুন স্বামীর সাথে রাজধানীর গুলশানে বসবাস করছেন ইভা রহমান। তার বিয়ের বিষয়টি নিশ্চিত করে কণ্ঠশিল্পী রবি চৌধুরী তার ফেসবুকে ছবি প্রকাশ করে শুভ কামনাও জানিয়েছেন। বিস্তারিত কিছু না বললেও তিনি বলেছেন, বিয়ে করেছেন, এটা নিশ্চিত। এর বেশি কিছু বলতে পারব না।
এবিএনওয়ার্ল্ড/এফআর