
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় প্রায় ৫ লাখ লোক মারা গেছে। দেশটিতে লাখ লাখ লোককে করোনার টিকা দেয়ার মাধ্যমে করোনা নিয়ন্ত্রণে আশার আলো দেখা দেয়ার মধ্যেই মৃতের এ সংখ্যার খবর এলো। করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বাড়বে বলেই আশংকা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে সতর্ক করে বলেছেন, করোনা ভাইরাসে ছয় লাখ লোক মারা যেতে পারে।
এদিকে বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা এন্থনি ফাউচি এনবিসির ‘মিট দ্যা প্রেস’কে বলেছেন, এটি ভয়ংকর। এটি ঐতিহাসিক। ১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা মহামারির পর গত ১০০ বছরের বেশি সময় ধরে আমরা এর কাছাকাছি ধরণেরও কিছু দেখিনি।
ফাউচি আরো বলেন, আপনি সংখ্যার দিকে নজর দিলে হতবাক হয়ে যাবেন। এটি অবিশ্বাস্য, কিন্তু সত্য।
রোববার রাতে জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৮৭৯ জন। তিনি করেন, জানুয়ারিতে সংক্রমণ তীব্র হওয়ার পর এখন কমছে। কিন্তু স্বাভাবিক জীবন এখনও অনেক দূরের বিষয়।
অপরদিকে দেশটিতে এ পর্যন্ত ৬ কোটি ১০ লাখ লোক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে। এক কোটি ৮০ লাখ লোক টিকার দ’ুটি ডোজই গ্রহণ করেছে। বাইডেন তার দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মধ্যে ১০ কোটি লোককে টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছেন।
এবিএনওয়ার্ল্ড/এফআর