
সাজ্জাদুল আলম
সহগ পণ্য ব্যবহারের মাপকাঠি বা একক, যা ডেডো অফিস থেকে ইস্যু করা হয়। বর্তমানে মেয়াদ থাকে ৩ বছর। নবায়ন করলে বেশির ভাগ সময় পণ্যের ব্যবহার এর একক বা মাপকাঠি একই থাকে। কিছু কিছু ক্ষেত্রে নতুন কাঁচামাল যোগ হলে নতুনভাবে সহগ নেয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। কথা হচ্ছে মেয়াদ শেষ হয়ে গেলে ঐ পণ্য ব্যবহারের মাপকাঠি বা একক শেষ হয়ে যাবে?
এখানে ইউপি নিতে অসুবিধা কোথায়? অর্ডার নেয়ার পর ইউপি নিতে গিয়ে কোম্পানি এমন জটিলতায় পড়ে তাহলে কি ব্যবসা বন্ধ করে দেবে?
NBR বা Customs শুল্ক আদায় করতে গিয়ে এমন কঠিন সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।
আগে তো ব্যবসা চলমান রাখতে হবে, তারপর রাজস্ব আদায়। এমন অবস্থায় যদি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তাহলে রাজস্ব আদায় হবে কোত্থেকে। মূল গাছই যদি মরে যায় তাহলে ফলের আশা করবে কিভাবে?
এখনো সময় আছে ব্যবসা করার সুযোগ দিলে ভবিষ্যতে বহু রাজস্ব আদায় করা যাবে।
উর্দ্ধতন কমর্কতাদের অনুরোধ করছি আপনারা যারা আইন প্রণেতা, যারা এ সেক্টরের ধারক ও বাহক একটু বিবেচনা করুন।
করোনার প্রভাবে ৭/৮ মাস সারা বিশ্ব ব্যবসা-বানিজ্য নিয়ে কঠিন সমস্যা মোকাবেলা করছে। সঠিকভাবে কর্মকর্তা কর্মচারীদের সময়মত বেতন দিতে পারছে না। ব্যাংক ঋণে জর্জরিত ঠিক এই মহূর্তে মূমূর্ষ অবস্থায় গলার টুটি চেপে ধরা সমীচীন হবে কিনা বিবেকর কাছে প্রশ্ন?
লেখক : মোঃ সাজ্জাদুল আলম, সাবেক সভাপতি, গার্মেন্টস কমার্শিয়াল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন, বাংলাদেশ।