
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বাগবাটি ইউপি সদস্য বকুল হায়দার (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টার দিকে নিজ বাড়ির পাশে ইউনিয়নের পিপুলবাড়ীয়া-ভেওয়ামারা বাজারের ব্রিজ এলাকার উত্তর পাশে এই ঘটনা ঘটে। নিহত বকুল ওই ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের হযরত আলী মুন্সির ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে নিজ বাড়ির পাশে একটি ব্রিজের উপর তিনি বসেছিলেন। এসময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় তিনি মাথা ও পায়ে গুলিবিদ্ধ হন। মুমূর্ষু অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানিয়েছেন, ঘটনায় জড়িত সন্ত্রসীদের গ্রেপ্তার করতে পুলিশ এলাকায় ব্যাপক তৎপরতা শুরু করেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
শনিবার (২ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে পেছন থেকে গুলি চালানো হয়েছে। তার ডান কানে নিচে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এবিএনওয়ার্ল্ড/এফআর